কোরিয়াতে বিদেশীদের জন্য নতুন ডিজাইনের রেসিডেন্সি কার্ড

কোরিয়াতে বিদেশীদের জন্য নতুন ডিজাইনের রেসিডেন্সি কার্ড

আগামী ১লা এপ্রিল থেকে কোরিয়াতে বিদেশীদের জন্য নতুন ডিজাইনের এলিয়েন কার্ড (রেসিডেন্সি কার্ড) ইস্যু করা হবে।২০১১ সালের পর আবার নতুন ডিজাইনে আসছে বিদেশীদের জন্য ইমিগ্রেশন থেকে ইস্যু করা আইডি কার্ড।

নতুন ডিজাইনের এই আইডি কার্ডের বৈশিষ্ট্যঃ

১. ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জোড়দান

২. QR কোর্ডের মাধ্যমে তথ্য দেখতে পারা

৩. ব্যক্তির ছবি হবে কালার ছবি(বর্তমানে সাদাকালো)

৪. সাইজ আগের আইডি কার্ডের চেয়ে ৩৫% বড় হবে