কোরিয়ান শব্দার্থ

কোরিয়ান শব্দার্থ


싸다-সস্তা।
비싸다-দামী।
많다-বেশি।
적다-কম।
크다-বড়।
작다-ছোট।
맛있다-মজাদার।
맛없다-স্বাদহীন।
어렵다-জটিল।
쉽다-সহজ
춥다-ঠান্ডা।
덥다-গরম।
재미있다-মজা আছে। (খাবারের কিছুর ক্ষেত্রে না। উপভোগ্য কোনো বিষয়ের ক্ষেত্রে।)
재미없다-মজা নেই। (খাবারের কিছুর ক্ষেত্রে না। উপভোগ্য কোনো বিষয়ের ক্ষেত্রে।)
좋다- ভালো।
나쁘다- খারাপ।
예쁘다- সুন্দর।
바쁘다- ব্যস্ত।
아프다- অসুস্থ।
배가 고프다- পেটে ক্ষুধা।
고향 음식을 요리하다- দেশের খাবার রান্না করা।
책을 읽다-বই পড়া।
한국어를 공부하다- কোরিয়ান ভাষা অধ্যয়ন করা।
텔레비전을 보다- টিভি দেখা।
커피를 마시다- কফি পান করা।
방을 청소하다- রুম পরিস্কার করা।
빵을 먹다-রুটি খাওয়া।
친구를 만나다- বন্ধুর সাথে দেখা করা।
옷을 사다-কাপড় কেনা।
일하다-কাজ করা।
자다- ঘুমানো।
운동하다- ব্যায়াম করা।
학생들-ছাত্র-ছাত্রীরা।
유튜브- ইউটিউব।