খিয়ংনাম প্রদেশে যারা ছোট বাচ্চা নিয়ে থাকেন তাদের জন্য সুখবর!
খিয়ংনাম প্রদেশে যারা ছোট বাচ্চা নিয়ে থাকেন তাদের জন্য সুখবর!
খিয়ংনাম প্রদেশে(ছাংউওন,খিমহে,ইয়াংসান, মিরিয়াং,জিনজু,গজে,হামান সহ আরও অনেক সিটি) বসবাসরত বিদেশীদের ৩~৫ বছর বয়সী বাচ্চা যারা কিন্ডারগার্টেনে (유치원) পড়ালেখা করে তাদের এই বছর থেকে আর্থিক সহযোগিতা করবে খিয়ংনাম শিক্ষা অধিদপ্তর।
সরকারী কিন্ডারগার্টেনে যারা পড়ে তারা ভর্তুকি পাবে ১লাখ উওন আর প্রাইভেট কিন্ডারগার্টেনে যারা পড়ে তারা ভর্তুকি পাবে ২লাখ ৮০ হাজার উওন৷
আবেদনের পদ্ধতিঃঅভিভাবক আইডি কার্ড নিয়ে বাচ্চার কিন্ডারগার্টেনে গিয়ে আবেদন করতে পারবে।