দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কোরিয়ান শব্দার্থ
청소하다- পরিষ্কার করা।
빨래하다- লন্ড্রি করা।
요리하다- রান্না করা।
책장을 정리하다- বইয়ের তাক গুছানো।
방을 치우다- ঘর পরিষ্কার করা।
방을 쓸다- ঘর ঝাড়ু দেয়া।
방을 닦다- ঘর মোছা।
청소기를 돌리다- ভ্যাকুয়াম ক্লিনার চাালানো।
쓰레기를 버리다- আবর্জনা ফেলা।
분리수거를 하다- পুনর্ব্যবহারযোগ্য বস্তু পৃথক করে ফেলা।
빨래를 널다- কাপড় টাঙানো।
빨래를 개다- কাপড় ভাজ করা।
세탁기를 돌리다- ওয়াশিং মেশিন চালানো।
다림질을 하다- ইস্ত্রি করা।
손빨래를 하다- হাত দিয়ে কাপড় ধোয়া।
음식을 만들다- খাবার তৈরি করা।
설거지하다- থালা-বাসন ধোয়া।
퇴근- কাজের ছুটি।
잊다- ভুলে যাওয়া।
장보다- মুদি কেনাকাটা করা।
걸레질- মোছার কাপড় বা মপ।
음식물쓰레기- খাদ্যের উচ্ছিষ্ট।
급한 일이 생기다- জরুরী কিছু হওয়া।