নিত্য প্রয়োজনীয় কোরিয়ান বাক্য।
안녕히 주무세요 (আন্নিয়ংহি জুমুসেয়ো) – শান্তিতে ঘুমান (শুভরাত্রি)
잘 자요(জাল জায়ো) – ভালো করে ঘুমান (শুভ রাত্রি)
안녕히 주무셨어요?(আন্নিয়ংহি জুমুসস্ সয়ো?) -ঘুম ভালো হয়েছে?
네, 잘 잤어요?(নে, জাল জাসসয়ো) – হ্যাঁ, আপনার ঘুম ভালো হয়েছে?
잘 먹겠습니다 (জাল মক্কেসসুমনিদা) – মজা করে খাবো।
많이 드세요(মানি দুসেইয়ো) – বেশি করে খান।
잘 먹었습니다 (জাল মগসসুমনিদা) – মজা করে খেয়েছি।
주말 잘보내세요 (জুমাল জালবোনেসেয়ো) – সপ্তাহান্ত ভাল করে কাটান।
네 , 주말 잘보내세요( নে,জুমাল জালবোনেসেয়ো)-হ্যাঁ, আপনিও সপ্তাহান্ত ভালো কাটান।
축하합니다 (চ্ছুখাহামনিদা) -শুভেচ্ছা /অভিনন্দন
감사합니다 (খামসাহামনিদা)- ধন্যবাদ।