শিগ্রই দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের সার্কুলার প্রকাশিত হবে।
শিগ্রই দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগের সার্কুলার প্রকাশিত হবে।
প্রথমে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন আগামী 00 থেকে শুরু হবে।
রেজিষ্ট্রেশনঃ 00-00-2023
পরিক্ষার তারিখ ঘোষনাঃ 00-00-2023
পরিক্ষাঃ 00-00-2024
যা যা যোগ্যতা লাগবেঃ
১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। বয়স সীমা 00-00-1983 এর পূর্বে জন্মগ্রহণ কারী আবেদন করতে পারবে না।
৩। পাসপোর্ট-এর মেয়াদ থাকতে হবে; (৬মাস হলে ভালো হয়।)
৪। যার কালার ব্লাইন্ডনেস ও রঙ বোঝার সক্ষমতার সমস্যা নেই;
৫। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। (না থাকলেও চলবে)
৬। মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
৭। যার কোন দিন রাষ্ট্রীয় নির্দেশে কারা অন্তরীণ বা কঠোর শাস্তি হয়নি।
৮। যাকে কোন দিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি বা কোরিয়া বের হওয়ার নির্দেশ দেয়া হয়নি।
৯। যার উপর বিদেশ যাত্রায় কোন নিষেধাজ্ঞা নেই বা বিদেশ যেতে কোন সমস্যা নেই।
১০। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়ায় ৫ বছর বা ততোধিক কাল কোরিয়ায় বসবাস করে নাই এমন ব্যক্তি।
রেজিস্ট্রেশন পদ্ধতি সহ বিস্তারিত শীঘ্রই সেন্ডিং এজেন্সি বোয়েসেলের ওয়েবসাইট এ প্রকাশিত হবে।
আরও বিস্তারিত সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে।