ই-9 কর্মীদের ল্যাগেজ সংক্রান্ত জরুরি নোটিশ

ফ্লাইটরত ইপিএস কর্মীগণ দক্ষিণ কোরিয়ার বিমান বন্দর থেকে ট্রেনিং সেন্টারে গমনকালে নির্ধারিত বাসে নির্দিষ্ট আসনে যেতে হয়। সম্প্রতি কতিপয় ইপিএস কর্মী ফ্লাইটের সময় বড় লাগেজ ব্যবহার করার কারণে বাসের ধারণ ক্ষমতা অনুযায়ী ইপিএস কর্মীদের বহন করা সম্ভব হচ্ছে না। এতে বাংলাদেশি ইপিএস কর্মীদের প্রতি নেতিবাচক ধারণাসহ ইপিএস-এর বার্ষিক মূল্যায়ন কার্যক্রমে প্রভাব পড়ে। ইপিএসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ইপিএস কর্মীদের ফ্লাইটের সময় খাদ্য দ্রব্য ব্যতীত প্রয়োজনীয় সামগ্রীসহ লাগেজ মিডিয়াম সাইজ ২৫-২৭ ইঞ্চি সর্বোচ্চ ২৩ কেজি এবং হ্যান্ড লাগেজ মিডিয়াম সাইজ ২১ ইঞ্চি সর্বোচ্চ ৭ কেজি (নমুনা সংযুক্ত) ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হলো।