কোরিয়াল লটারির সার্কুলার -2023
কোরীয় ভাষা পারদর্শীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশ
ইপিএস-এর আওতায় E-9 ভিসায় স্বল্প ব্যয়ে উচ্চ বেতনে 3D (Dirty Dangerous Difficult) কাজে দক্ষিণ কোরিয়া যেতে চাইলে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইন নিবন্ধন আবশ্যক। ২০২৩ সনে নির্ধারিত কোটা পূরণের লক্ষ্যে কোরীয় ভাষা পারদর্শীদের নিবন্ধন কার্যক্রমের প্রস্তুতি চলছে, প্রস্তুতি সম্পন্ন শেষে অচিরেই এ পেইজে বিজ্ঞাপন প্রচার করা হবে। সম্ভাব্য বিজ্ঞাপন প্রচার ফেব্রুয়ারির ২য় সপ্তাহ, নিবন্ধন ফেব্রুয়ারি ৪র্থ সপ্তাহ, পরীক্ষা এপ্রিল-এর ১ম সপ্তাহ। তাছাড়া পূর্বের ন্যায় স্কীল টেস্ট পৃথকভাবে অনুষ্ঠিত হবে।