দক্ষিন কোরিয়াতে ই-পাসপোর্ট

দক্ষিন কোরিয়াতে ই-পাসপোর্ট


ই-পাসপোর্ট করতেঃ  প্রথমে অনলাইনে আবেদন করে আবেদন কপি , এর সাথে এলিয়েন কার্ডের কালার ফটোকপি, অরজিনাল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এর কপি সহ দুতাবাসে সশরীরে গিয়ে জমা দিতে হবে।

# ই-পাসপোর্টের আবেদন করতে যা যা লাগবে।
১. পাসপোর্ট মূল কপি
২. জাতীয় পরিচয়পত্র মূল কপি
৩. ১০ বছরের জন্য ১,৫২,০০০ কোরিয়ান  উয়ন। ৫ বছরের করলে ১,২২,০০০ কোরিয়ান উয়ন ।এটিএম বুথ এর মাধ্যমে পাঠিয়ে রশিদ সংগ্রহ করা।
৪. ডাকযোগে  পেতে চাইলে ৪০০০ উয়নের ডাকটিকেট ও খাম নিতে হবে। খামের উপর বর্তমান কম্পানির ঠিকানা লিখে দিতে হবে।
৫. অনলাইনে ই-পাসপোর্ট ফরম পূরণ করে যেতে হবে।
৬. অনলাইনের আবেদনে কোন ভুল হলে ODI টি সংরক্ষণ করতে হবে। যেন ভুল না হয় সেভাবেই করুন, নিজে না পারলে এই সম্পর্কে ভালো অভিজ্ঞতা সম্পর্ণ ব্যাক্তিকে দিয়ে ফর্ম পুরন করানো ভালো। আবেদন একবার সাবমিট হলে ডিলিট করার সুযোগ নেই।
৭. অবশ্যই বর্তমান ঠিকানা Republic of Korea সিলেক্ট করে, কোরিয়ার একটা ঠিকানা দিতে হবে।
৮. ছবি , আইরেস এবং ফিংগার প্রিন্ট এর জন্য সরাসরি নিজে উপস্থিত হতে হবে।
৯. একটা আইডি দিয়ে ৬ টি আবেদন করা যাবে, প্রতিটি আবেদনের মেয়াদ ৬ মাস। ৬ মাসের ভিতর জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।
১০. স্টুডেন্ট ফি ১০ বছরের ৬২,০০০ ওন। সাধারন ফি ১,৫২,০০০ ওন।
১১.পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হলে ও আবেদন করতে পারবেন। ভিসাহীন ব্যাক্তিও ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।
১২. বিবাহিত হলে মেরিজ সার্টিফিকেট জমা দিতে হবে। তবে আগে থেকে বিবাহিত যোগ করা থাকলে কোন ডকুমেন্টস লাগবে না। শুধু মাত্র নতুনভাবে অবিবাহিত থেকে বিবাহিত যোগ করতে মেরিজ সার্টিফিকেট জমা দিতে হবে।
১২. ভোটার আইডি কার্ডের মুল কপি না থাকলে, ভোটার আইডি কার্ড এর কালার কপি জমা দিতে হবে।

১৩. যাদের ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টএর নামে Mohammad & MD জটিলতা আছে,  তারা NID  অনুযায়ী পাসপোর্ট করে নিতে পারবেন। পাসপোর্ট হাতে পাওয়ার পর নতুন পাসপোর্ট দিয়ে সরাসরি ইমিগ্রেশন গিয়ে এলিয়েন কার্ড পরিবর্তন করে নিতে পারবেন ।

১৪. যদি ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট এর সাথে নিজের নামের MD/Mohammad এর পার্থক্য থাকে তাহলে চাইলে বর্তমান পাসপোর্ট অনুযায়ী ই-পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। এতে পাসপোর্ট পেতে সামান্য দেরি হলেও পাওয়া যাবে।

১৫. ই পাসপোর্ট ইস্যু তারিখ থেকে  ৪৫ দিনের ভিতর অনলাইনে বা সরাসরি ইমিগ্রেশনে আপডেট করতে হবে যদি কোন কারনে বাংলাদেশ থেকে আসতে এর বেশি সময় লেগে যায় তাহলে দুতাবাস থেকে হাতে পাওয়ার ১৪ দিনের ভিতর করলে হবে। ইচ্ছাকৃতভাবে ইমিগ্রেশন আইন ভংগ করলে ৫ লাখ অন জরিমানা হবে এবং ভিসা পরিবর্তনে ৫ পয়েন্ট কাটা যাবে।
১৬. ই-পাসপোর্ট আবেদন করার পর enrollment process এবং বর্তমান অবস্থা ই-পাসপোর্টের  অনলাইন পোর্টাল থেকে Online রেজিষ্ট্রেশন আইডি (OID) এবং জন্ম তারিখ  দিয়ে চেক করা যাবে। চেকিং লিংক https://www.epassport.gov.bd/authorization/application-status

✍️বাংলাদেশ দূতাবাস সিউলের একাউন্ট নাম্বারঃ
Embassy of Bangladesh  
KEB Hana Bank
A/C= 16689000059001

✍️বাংলাদেশ দূতাবাস সিউলের ঠিকানাঃ 서울 용산구 장문로6길 17(동빙고동 310-22)
010-2881-4056

✍️Embassy of Bangladesh
Consular Hotline no: +82-010-2881-4056

পাসপোর্ট আবেদনের অনলাইনের  লিংক-
https://www.epass.port.gov.bd/onboarding

হট লাইন সিউল দূতাবাসঃ
010-2881-4056
ইমেলঃ [email protected]