সরকারি চাকরি ছেড়ে কি দক্ষিন কোরিয়া আসবো কি?
টাকা ইনকাম করে সেই টাকা সঠিক খাতে প্রয়োগ করতে না পারলে আপনি প্রবাসী হিসেবে এক সময় বেকার বা হতাশায় ভুগবেন।
সেই হিসেবে আপনি ওখানে যদি এই সময় গুলো ব্যয় করেন, এক পর্যায়ে আপনি আরো ভালো পজিশনে যেতে পারবেন এবং বিদেশ এসে যে কষ্টটা করবেন ওই কষ্টটা ওখানে করতে হবে না।
জীবনটাও উপভোগ করতে পারবেন। বাকিটা আপনার ইচ্ছা।
যদি বলেন টাকাই আপনার জীবনের মূল লক্ষ্য তাহলে কোরিয়া আসেন।
আর যদি টাকার চেয়ে নিজ, নিজের পরিবার, এবং নিজের প্রিয়জনের সাথে সুখ দুঃখ ভাগ করে স্বল্প টাকায় তুষ্ট থাকা আপনার লক্ষ্য হয় তাহলে দেশ আপনি অনেক ভালো আছেন। চাকরি না ছেড়ে মেডিকেল লিভ নিয়ে আসতে পারেন।