ই-পাসপোর্ট আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র সমূহসর্বপ্রথম অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অথবা ভিজিট করুন https://www.epassport.gov.bd/onboardingই-পাসপোর্টের জন্য যে যে কাগজপত্র সাথে করে আনতে হবেঃ অনলাইন আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপিবর্তমান পাসপোর্টএলিয়েন রেজিস্ট্রেশান কার্ডের রঙিন ১ কপি (২ সাইড এক পেজে)জাতীয় পরিচয়পত্র (NID) কার্ড বা তার রঙিন ১ কপি (২ সাইড এক পেজে)অথবা, https://everify.bdris.gov.bd/ ওয়েবসাইট কর্তৃক ভেরিফাইড জন্মনিবন্ধনের ইংরেজি ১ কপিবিবাহিতদের ক্ষেত্রে “বিবাহিত” সংযোজনের জন্য অবশ্যই কাবিননামা / ম্যারেজ সার্টিফিকেট এর আসল বা রঙিন ১ কপি এবং স্বামী / স্ত্রীর পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র (NID) এর আসল বা রঙিন ১ কপিব্যাংকে টাকা জমা দেয়ার রশিদ* [(শুধুমাত্র ব্যাংক রশিদ অথবা ATM রশিদ গ্রহণযোগ্য) (অনলাইন পেমেন্ট গ্রহণযোগ্য নয়)] টাকা জমা দেওয়ার ব্যাংক KEB Hana Bank, A/C no.166-890000-59001, A/C name: 주한 방글라데시 대사관পোস্ট অফিসের 4,000ওনের ডেলিভারি স্টিকার সহ খাম (শুধুমাত্র যারা পোস্টের মাধ্যমে পাসপোর্ট পেতে চান। অবশ্যই খামের উপরে নিজের নাম এবং মোবাইল নাম্বার সহ বর্তমান কোরিয়ান ঠিকানা উল্লেখ থাকতে হবে)বিঃদ্রঃ০১। ই-পাসপোর্ট আবেদনের সময় অবশ্যই বর্তমান ঠিকানা দক্ষিন কোরিয়ার ঠিকানা হতে হবে এবং, স্থায়ী ঠিকানা বাংলাদেশের হতে হবে।০২। অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধিত যে কোন সেবা ফি গ্রহণযোগ্য নয়। ০৩। যারা পোস্টের মাধ্যমে পাসপোর্ট পেতে ইচ্ছুক, তারা পোস্ট অফিসের 4,000ওনের ডেলিভারি স্টিকার সহ খাম জমা দেয়ার জন্য অবহিত করা হল। অবশ্যই খামের উপরে নিজের নাম এবং মোবাইল নাম্বার সহ বর্তমান কোরিয়ান ঠিকানা উল্লেখ থাকতে হবে।