স্টুডেন্টদের শর্ত সাপেক্ষে ই-৯ ভিসা প্রদান সম্পর্কিত বিস্তারিত তথ্য
কোরিয়াতে ইপিএস কর্মী প্রেরণকারী দেশ (বাংলাদেশ সহ ১৬টি) থেকে কোরিয়াতে যারা অ্যাসোসিয়েট ডিগ্রি/ডিপ্লোমা প্রোগ্রামে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে অথবা ব্যাচেলর বা তার উর্ধের প্রোগ্রামে সাধারণ ইউনিভার্সিটি গুলোতে D-2 ভিসায় পড়ালেখা করেছেন তাদের মধ্যে
প্রফেশনাল ভিসা (E-1~E-7) ভিসায় যারা চাকুরী পান নি তারা যদি ইচ্ছা পোষণ করেন তাহলে নিন্মোক্ত শর্তে ই-৯ ভিসায় আসতে পারবেন।
★ ইপিএস কর্মীদের যে সাধারণ যোগ্যতা(বয়স ১৮~৩৯, বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাঁধা নেই,কোরিয়া থেকে জোড় পূর্বক পাঠানো হয় নি এমন ব্যক্তি) সে সব যোগ্যতা ঠিকই থাকবে।
অতিরিক্তভাবে আরও এই শর্তগুলো যুক্ত হবে
★ স্টুডেন্ট থাকাকালীন সময়ে অবৈধ হওয়ার রেকর্ড নাই
★অন্তত অ্যাভারেজ C গ্রেডে ডিগ্রি সম্পন্ন
★ টপিক লেভেল ৩ প্রাপ্ত
★কমপক্ষে তিনমাস প্রফেশনাল ভিসার জন্য চাকুরী খুঁজেছিলেন
চালু হওয়ার প্রথম বছরে ১০% (৫০০০~৬০০০ জন) সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে এই কোটা বাড়ানো হতে পারে।
আরও বিস্তারিত খুব শীঘ্রই আইন আকারে পাশ হবে এবং এই বিষয়ে কর্মী প্রেরণকারী দেশের সাথে আলাদাভাবে সমঝোতা স্মারক (MoU) হবে।