E-9 কর্মীদের ভিসা ফরম জমা দিতে কি কি লাগে?
ক) মূল পাসপোর্ট ও ফটোকপি (অবশ্যই ন্যূনতম ৮ মাস মেয়াদ থাকতে হবে)
খ) যক্ষার ফিট সনদ
গ) পুলিশ ক্লিয়ারেন্স
ঘ) মেডিকেল ফিট সনদ (সিভিল সার্জন কর্তৃক ইস্যুকৃত)
ঙ) নির্ধারিত ভিসা ফরম
চ) নির্ধারিত ই৯ ফরম
ছ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
জ) ভ্যাক্সিন সনদ
ঝ) ফিঙ্গার প্রিন্ট নম্বরদ
ঞ) ১/২ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের সনদ (যারা ইতোমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তারা প্রশিক্ষণ সনদ জমা দিবেন। কিন্তু যারা প্রশিক্ষণ এখনও সম্পন্ন করেননি, তাদেরকে প্রশিক্ষণ সম্পন্ন শেষে অবশ্যই প্রশিক্ষণ সনদ জমা দিতে হবে)। তবে রি-এন্ট্রি প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
ট) বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ও জামানত-এর পে-অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড, মগবাজার শাখা হতে সম্পন্ন করতে হবে ।