EPS কর্মীদের জন্য সুখবর!

EPS কর্মীদের জন্য সুখবর!

EPS কর্মীদের জন্য সুখবর!

৩০ জনের নিচের কোম্পানিতে এ বছর থেকে সপ্তাহে বাধ্যতামূলক ৫২ ঘন্টা চালু করার কথা থাকলেও সেটা আর চালু হচ্ছে না৷ গত বছরের ন্যায় এ বছরও সপ্তাহে মালিকপক্ষ অতিরিক্ত ৮ঘন্টা কাজ করাতে পারবে।(সপ্তাহে ৫২ ঘন্টার পরও অতিরিক্ত ৮ঘন্টা=৬০ঘন্টা)।

উল্লেখ্য যে, ২০২১ সালের জুলাই থেকে ৩০জনের নিচের কোম্পানিতে সপ্তাহে ৫২ ঘন্টা চালু হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে কর্মীর অভাবে দেড় বছর অর্থ্যাৎ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত ৮ঘন্টা কাজ করানোর অনুমতি দেয় মুনজেইন সরকার। বর্তমান সরকার সেই সময়টাকে আরও এক বছর বর্ধিত করলো। নিঃসন্দেহে কর্মীদের জন্য খুশির খবর এটি।